You have reached your daily news limit

Please log in to continue


রড গেঁথে কিশোরের মৃত্যু: মামলার পর এক্সপ্রেসওয়ের কর্মী গ্রেপ্তার

রাজধানীর মহাখালীতে নির্মাণাধীন এক্সপ্রেসওয়ে থেকে পড়া রড মাথায় গেঁথে কিশোরের মৃত্যুর ঘটনায় প্রকল্পের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওই ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় সোমবার রাতে মামলা হয় জানিয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, ওই কিশোরের মৃত্যুর ঘটনায় দণ্ডবিধির ৩০৪ এর ‘ক’ ধারায় মামলা হয়েছে। কারও অবহেলার কারণে কোন মৃত্যু হলে ওই ধারায় মামলার বিধান রয়েছে। 

মামলাটি করেছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সহকারী ব্যবস্থাপক হাসিব হাসান প্রকল্পের কর্মী মো. হাসানকে আসামি করে এই মামলা করেন। 

এরপর রাতেই হাসানকে গ্রেপ্তার করা হয় জানিয়ে ঢাকা রেলওয়ে থানার এসআই সেকেন্দার আলী বলেন, “ওই কিশোরের পরিচয় শনাক্ত করা যায়নি, তার কোনো স্বজনও আসেনি। যার কারণে মামলার বাদী হয়েছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের একজন কর্মকর্তা। মামলায় এক্সপ্রেসওয়ের কর্মী হাসানকে আসামি করা হয়েছে। তার অবহেলায় শিশুটির মৃত্যু হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।” 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন