ক্রিমিয়ায় ড্রোন হামলা করেছে কিয়েভ: রুশপন্থি কর্মকর্তা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৭ মে ২০২৩, ১৬:১৫

রুশ দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপে এক রাতেই প্রায় ১০টি ড্রোন হামলা করেছে ইউক্রেন। এরমধ্যে ৩টি হামলা ছিল রাশিয়ার সেভাস্তোপোল বন্দরে। অবশ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেভাস্তোপোলের সব হামলাই প্রতিহত করেছে রাশিয়া। অঞ্চলটির রুশপন্থি কর্মকর্তা মিখাইল রাজভোজায়েভ রবিবার (৭ মে) এমন কথা জানান।


টেলিগ্রাম বার্তায় রাজভোজায়েভ বলেন, ‘এ ঘটনায় তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি’।


ক্রিমিয়া উপদ্বীপের কোথাও তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইউক্রেনের এই উপদ্বীপটি ২০১৪ সালে দখলে নেয় রাশিয়া।


রুশ আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সংযুক্ত বাজা নামক এক টেলিগ্রাম চ্যানেলের বরাতে রয়টার্স জানায়, ক্রিমিয়ায় ধারাবাহিক হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।     


এদিকে ইউক্রেনীয় টেলিগ্রাম চ্যানেলগুলোর দাবি, রাশিয়ার সেভাস্তোপোল বন্দর ও সাকি অঞ্চলসহ আরও কিছু স্থানে বিস্ফোরণ হয়েছে। এসবের মধ্যে সাকি অঞ্চলে রাশিয়ার একটি বিমানঘাঁটিও রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us