মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে চোট পেয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা লুকা মদ্রিচ। ঊরুতে চোট পেয়ে অনির্দিষ্টকালীন সময়ের জন্য ছিটকে গেলেন ক্রোয়েট মিডফিল্ডার। ফলে থাকছেন না ৭ মে ওসাসুনার বিপক্ষে কোপা ডেল রে’র ফাইনালে। এমনকি অনিশ্চিত চ্যাম্পিয়ন্স লিগে সেমির প্রথম লেগে ম্যানসিটির বিপক্ষে ম্যাচেও।
শনিবার লা লিগায় আলমেরিয়ার বিপক্ষে লড়বে লস ব্লাঙ্কোসরা। ম্যাচটিতে চোখ রেখে সংবাদ সম্মেলনে রিয়াল বস কার্লো আনচেলত্তি বিষয়টি জানিয়েছেন। বলেছেন, ‘জিরোনার বিপক্ষে সে চোট পেয়েছে। সে এখন মাঠের বাইরে থাকবে। তার চোটের অবস্থা এখনও দৃশ্যমান নয়। আমরা জানি না সে কোপার ফাইনালে খেলতে পারবে কিনা। আমরা এমনটা কল্পনা করিনি। আমাদের আশা, গুরুত্বপূর্ণ ম্যাচগুলো খেলতে শিগগিরই সেরে উঠবে সে। তবে আমরা তাকে পাওয়ার আশা ছাড়ছি না।’