অলিম্পিক নয়, তবে এক ঐতিহাসিক কুস্তি খেলা হচ্ছে জব্বারের বলীখেলা। বাংলাদেশেই এই খেলার উৎপত্তি স্থান। প্রতিবছর বৈশাখ মাসে চট্টগ্রামের লালদীঘি ময়দানে এই খেলা অনুষ্ঠিত হয়।
এই খেলায় অংশগ্রহণকারীদের বলা হয় বলী। বলা হয়ে থাকে, চট্টগ্রামের স্থানীয় এক ব্যবসায়ী আবদুল জব্বার এই খেলার আয়োজন শুরু করেছিলেন। তাঁর মৃত্যুর পর খেলাটির নাম হয় জব্বারের বলীখেলা। দীর্ঘ কয়েক কিলোমিটারজুড়ে চট্টগ্রামের লালদীঘি ময়দান এলাকায় বৈশাখী মেলার আয়োজনের মধ্য দিয়ে এই খেলার ব্যবস্থা করা হয় প্রতিবছর।