জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, নির্বাচনের নামে জনসাধারণকে উপেক্ষা করার রাজনীতি দেশকে চরম সংকটের মধ্যে ফেলে দিয়েছে। দলীয় সরকারের অধীনে জনগণ সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না। আগের কয়েকটি জাতীয় সংসদ নির্বাচনের নামে যা হয়েছে, তা কোনো মানদণ্ডেই নির্বাচন বলার সুযোগ নেই। এবারের নির্বাচনও যদি অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ না হয় তাহলে দেশ বিপর্যয়ের মুখে পড়বে।
বৃহস্পতিবার রামগতি উপজেলার হাজীগঞ্জে নিজ বাসভবনে দলের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেএসডি সভাপতি বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে যে ভয়াবহ রাজনৈতিক অপসংস্কৃতির বিস্তার হয়েছে, তা থেকে অবশ্যই মুক্ত হতে হবে। জাতীয় স্বার্থেই এ দেশে দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। তাই নির্বাচনকালীন সরকার বা আন্দোলনরত দল ও পেশাজীবী সমাজশক্তির সমন্বয়ে জাতীয় সরকার গঠন করে প্রয়োজনীয় সংস্কার অপরিহার্য হয়ে পড়েছে। এটা ছাড়া জনগণের ভোটাধিকার প্রয়োগের আর কোনো বিকল্প নেই।