গরমের সঙ্গে পাল্লা দিয়ে বিদ্যুতের লোডশেডিংও বেড়ে চলেছে। বিশেষ করে গ্রামাঞ্চলে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় জনজীবন অতিষ্ঠ। কোথাও কোথাও বিক্ষোভ-ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
রোববার রাতে বিক্ষুব্ধ গ্রাহকেরা মিছিল নিয়ে ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলা করেন। তাঁরা কার্যালয়ের গেট ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন কক্ষে আসবাব ভাঙচুর ও প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট করেন বলে গণমাধ্যমে খবর এসেছে। ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে।
বিদ্যুৎ বিভাগ বলছে, আগামী মে মাসে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ধরে ১৬ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। দাবদাহের কারণে এপ্রিলেই চাহিদা ১৬ হাজার মেগাওয়াট ছাড়িয়ে গেছে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ে গরম থাকছে বেশি। এ সময় গড়ে কমবেশি উৎপাদিত হচ্ছে ১৪ হাজার মেগাওয়াট। এতে কখনো কখনো ঘাটতি থাকছে দুই হাজার মেগাওয়াটের বেশি।