রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের পেছনে আওয়ামী লীগকে দায়ী করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে কিছু হলেই বিএনপিকে খুঁজে বেড়াচ্ছে সরকার। তারা উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপাতে চায়। নিউমার্কেটের ব্যবসায়ীরা বলেছে- ভোর সাড়ে পাঁচটার দিকে সিটি করপোরেশনের পোশাক পরিহিত লোক এসেছিলেন। তারা সামনের ওভারব্রিজ গ্রিল মেশিন দিয়ে ভেঙে দিচ্ছিলেন। ওই কর্মীরা যখন গ্রিল মেশিনের তার লাগাতে যান, তখন শর্ট সার্কিট হয়েছিল। এটা ব্যবসায়ীরা নিজেরা দেখেছেন, তারা বলেছেন। তারপরে সেখানে আগুন লেগেছে। সিটি করপোরেশনের লোকেরা আগুন নেভানোর চেষ্টাও করেছেন। যখন আগুন নেভাতে পারেনি, তখন তারা পালিয়ে গেছে। এটা আমার কথা না। এটা সেখানকার ব্যবসায়ীদের কথা।’
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। সারের দাম বৃদ্ধির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে কৃষকদল।
সিটি করপোরেশনের দায়িত্বে আছে কে এমন প্রশ্ন তুলে ফখরুল বলেন, ‘দায়িত্বে আছেন আপনারা। আওয়ামী লীগ। আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে। আগুন লাগার পেছনে আওয়ামী লীগ আছে। দাবি উঠেছে সারের দাম কমাও, তেলের দাম কমাতে হবে। আমাদেরকে বাঁচতে দিতে হবে। সামনে আমাদের ভোটের অধিকার দিতে হবে। এই দাবিগুলোকে পাশ কাটার জন্য আর মানুষের দৃষ্টিভঙ্গিকে অন্যদিকে নেওয়ার জন্য আওয়ামী লীগই আগুন লাগিয়ে যাচ্ছে।’
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের দেশে কৃষকদের শুধু অবহেলা নয়। তাদেরকে চরম কষ্টের মধ্যে ফেলে দিয়েছে এই সরকার। তারা মাথায় হাত দিয়েছে। হঠাৎ করে প্রতি কেজি সারে পাঁচ টাকা দাম বাড়িয়েছে। কারণ, এই সরকারকে আইএমএফ শর্ত দিয়েছে কৃষকদের ভর্তুকি দেওয়া যাবে না। সারা পৃথিবীতে কৃষিতে ভর্তুকি দেওয়া হয়। এই জন্যে ভর্তুকি দেওয়া হয়। তারা ফসল ফলায় আমাদের পেটে ভাত যোগায়। তাদেরকে যদি ভর্তুকি না দেওয়া হয় তাহলে তারা ফসল ফলাতে পারবে না।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার তার কাছের লোকদের টিকিয়ে রাখার জন্য কাজ করছে। এই সরকার সাধারণ মানুষের সরকার নয়। চাল, ডাল, তেল, লবণ সবকিছুর দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে! কিন্তু সরকারি ব্যাপারে কিছু বলে না। তারা বলে জিনিসপত্রের দাম সহনশীল পর্যায়ে আছে। আয় বেড়েছে। কাদের আয় বেড়েছে? আয় বেড়েছে আওয়ামী লীগের, আয় বেড়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। যারা চুরি করে, ডাকাতি করে, যারা মানুষের লুট করে খায়। তাদের আয় বেড়েছে।’