নির্বাচন ছাড়া কোনো ভাবে সরকার বদলের সুযোগ নেই: নাছির

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩, ২০:৩৫

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আ জ ম নাছির উদ্দীন বলেছেন, নির্বাচন ব্যবস্থা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতা পরিবর্তনের একমাত্র মাধ্যম। এর বাইরে আর কোনো মাধ্যম বা অবলম্বন নেই।


যদি থেকে থাকে তা অগণতান্ত্রিক এবং সাংবিধানিকভাবে অবৈধ। বিএনপি একাধিকবার সংবিধান লঙ্ঘন করে ক্ষমতাসীন হলেও তারা জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেনি।


তাদের ক্ষমতা প্রাপ্তির মূল অভিপ্রায় হচ্ছে জাতীয় সম্পদ লুণ্ঠন।  


রোববার (১৬ এপ্রিল) বিকেলে নগরের চান্দগাঁও এলাকায় মহানগর যুব মহিলা লীগের কর্মী সভায় তিনি এসব কথা বলেন।  


প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির বলেন, ভোট ও ভাতের অধিকারা যারা হরণ করতে চায় তারা কখনো জনবান্ধব নয়। তারা চায় যেকোনভাবে ক্ষমতা কুক্ষিগত করতে। এভাবে তারা সাধারণ জনগণকে জিম্মি করে রাখে এবং জোরপূর্বক ক্ষমতার লাগাম ধরে রাখতে অপচেষ্টা চালায়। আমরা এই অপচেষ্টার বিরুদ্ধে লড়াই করছি। আমরা একটি জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে অঙ্গীকারবদ্ধ। এটাই আমাদের রাজনীতির উপজীব্য বিষয়। ক্ষমতাকে উপজীব্য করে অর্থ ও বিত্তের পাহাড় করার মানসিকতা যাদের থাকে তারা রাজনৈতিক দুর্বৃত্ত। এই দুবৃত্তরা কখনো সমাজকে কিছু দিতে পারে না।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us