বর্তমানে স্মার্টফোন আমাদের নিত্যসঙ্গী বলা যায়। যে কোনো জায়গায় বিল পেমেন্ট থেকে শুরু করে অফিসে মিটিং ব্যাংকের কাজ মিটিয়ে নিতে পারবেন স্মার্টফোন থেকেই। স্মার্টফোনে সারাক্ষণ কোনো না কোনো কাজ করছেন।
কখনো কথা বলায় কখনো আবার মেসেজিং কিংবা সোশ্যাল মিডিয়া স্ত্রোল করছেন। অনেক সময় দেখা যা ফোন আপডেট দেওয়ার পর রিস্টার্ট দিতে বলা হয়। আবার অনেকেই বলেন ফোন রিবুট করলে ফোনের স্পিড বাড়ে। তবে ফোন রিবুট এবং রিস্টার্ট করার অর্থ কি? এই দুটি কি একই জিনিস নাকি আলাদা?