রাজধানীর বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে পানি সংকট দেখা দিয়েছে ফায়ার সার্ভিসের। এ কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। মার্কেটে গার্মেন্টস পণ্য ও নানা রকম কাপড় থাকায় আগুনের ব্যাপকতা বাড়ছে। ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে চারপাশ।
সকাল ৬টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। আড়াই ঘণ্টার বেশি সময় পার হয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। সকাল সাড়ে আটটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা। ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা।
মার্কেটটিতে শাড়ি ও নানারকম কাপড়ের আইটেম থাকায় আগুনের তীব্রতা বেড়ে যায়। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে।
উৎসাহী জনতা সড়কের বিভিন্ন জায়গায় অবস্থান করছে। তাদের সরে যাওয়ার জন্য বলা হরেচ্ছ বারবার। মাইকে ক্রমাগত ঘোষণা দেওয়া হচ্ছে ফায়ার সার্ভিসের কাজে বিঘ্ন সৃষ্টি না করতে।
এদিকে ঈদের আগে সব হারিয়ে চলছে ঘটনাস্থলের আশপাশের রাস্তায় চলছে ব্যবসায়ীদের আহাজারি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, আগুন নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। পরবর্তীতে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত বলা সম্ভব হবে।