যুদ্ধের কারণে ইউক্রেনের ২৬২ ক্রীড়াবিদ নিহত

চ্যানেল আই প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৩, ১৬:২৮

ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী ভাদিম হুটসেট জানিয়েছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে প্রাণ হারিয়েছেন ইউক্রেনের ২৬২ জন ক্রীড়াবিদ। যুদ্ধে দেশটির ৩৬৩টি ক্রীড়া স্থানও ধ্বংসপ্রাপ্ত হয়েছে।


ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, গতকাল শনিবার ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জিমন্যাস্টিকসের সফররত প্রেসিডেন্ট মোরিনারি ওয়াতানাবের সাথে সাক্ষাত করে এই তথ্য প্রকাশ করেন।


তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, রাশিয়ার কোনো ক্রীড়াবিদকে অলিম্পিক বা অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়ার অনুমতি দেওয়া উচিত নয়। তারা সকলেই এই যুদ্ধকে সমর্থন করে এবং এই যুদ্ধের সমর্থনে অনুষ্ঠিত ইভেন্টে যোগ দেয়।”


তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি নিরপেক্ষ হিসাবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় রাশিয়ান এবং বেলারুশিয়ান ক্রীড়াবিদদের ধীরে ধীরে ফিরে আসার জন্য সুপারিশ করেছে। কিন্তু ২০২৪ প্যারিস অলিম্পিকে তাদের অংশগ্রহণের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us