দেশে কারও জীবনের নিরাপত্তা নেই : ফখরুল

আরটিভি প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩, ১৭:৫২

দেশে কারও জীবনের নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


শুক্রবার (৩১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।


ফখরুল বলেন, গণতান্ত্রিক ও মৌলিক অধিকার এখন বর্তমান সরকারের দমন-পীড়নে ক্ষতবিক্ষত। দেশে আইনের শাসন না থাকায় ঘরে-বাইরে কারও জীবনের নিরাপত্তা নেই।


তিনি বলেন, বিএনপির নেতৃত্ব ধ্বংস করতেই মিডনাইট সরকার মিথ্যা মামলা দিচ্ছে। অপরাধের সঙ্গে জড়িত না হয়েও নির্দোষ লোককে অপরাধী সাজিয়ে মামলা, গ্রেপ্তার, কারান্তরীণ ও হয়রানি করা হচ্ছে।


বিএনপির এই নেতা বলেন, বিরোধী নেতাকর্মীসহ সাধারণ মানুষের মনে ভয় সৃষ্টি করতেই সরকারি জুলুম-নির্যাতন চলমান রাখা হয়েছে। তবে, কোনো স্বৈরশাসকই বিরোধী নেতাকর্মীদের দমাতে সক্ষম হয়নি। বর্তমান শাসকগোষ্ঠীও পারবে না।


ফখরুল বলেন, সরকারি জুলুম-নির্যাতনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে সংগ্রামে আরও বেশি বলীয়ান হবে।


এ সময় অবিলম্বে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ কারাবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবি জানান বিএনপি মহাসচিব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us