দুই ওয়ানডের মাঝে এক দিনের বিরতি। আগের দিন রেকর্ড ব্যবধানে জেতার পর গতকাল তাই আর অনুশীলনের প্রয়োজনীয়তা অনুভব করেনি বাংলাদেশ। অনুশীলনের সূচি যদি থাকত, খোলা আকাশের নিচে ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল না। গত পরশু মধ্যরাত থেকেই সিলেটে অঝোর ধারার বৃষ্টি।
বৃষ্টির থামাথামি ছিল না গতকালও। বিশ্রাম আর ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে সকাল ১০টার দিকে মাঠে দেখা গেল তামিম ইকবালকে। ব্যাটিং অনুশীলন করেছেন ইনডোরে। ব্যাটিং নিয়ে তামিম কাজ করলেন প্রায় তিন ঘণ্টা। ইনডোরে তাঁর সঙ্গী প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ, বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল ও কয়েকজন থ্রোয়ার।