দাফন-কাফনে নিহতের পরিবার পাচ্ছে ৫০ হাজার টাকা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৪ মার্চ ২০২৩, ২২:২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুলপুরে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে নিহত প্রত্যেকের পরিবারকে দাফন-কাফনের জন্য তাৎক্ষণিক ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।


জেলা প্রশাসনের মাধ্যমে এসব সহায়তা দেওয়া হচ্ছে। এর মধ্যে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় ২৫ হাজার এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দিচ্ছে ২৫ হাজার টাকা।


এছাড়া পরে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে দুই লাখ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।


অন্যদিকে আহতদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক সাড়ে সাত হাজার টাকা দেওয়া হচ্ছে। তাছাড়া শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে পরে আহতদের ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়।


জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘আহতদের জন্য চিকিৎসা ও ওষুধপত্র সরবরাহ করা হচ্ছে। এজন্য চট্টগ্রাম মেডিকের কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে জেলা প্রশাসনের হেল্প ডেস্ক খোলা হয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us