ওয়েব ব্রাউজিংয়ের সময় প্রায়ই ওয়েবসাইটগুলো ব্যবহারকারীর কিছু সাধারণ তথ্য চায়। এর মধ্যে অধিকাংশ সাইট ই-মেইল অ্যাড্রেস শেয়ার করতে বলে। নিরাপদ মনে করে ব্যবহারকারীরা দ্বিধা ছাড়াই এটি শেয়ার করে থাকে। তবে স্বাভাবিক মনে হওয়া এ সিদ্ধান্ত সাইবার নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে। কেননা একটি ই-মেইল অ্যাড্রেস ব্যবহারকারীর অনেক তথ্য ধারণ করে।
প্রথমত, বুঝতে হবে কোম্পানিগুলো কেন ই-মেইল অ্যাড্রেস চায়। বিজ্ঞাপনদাতা, ওয়েব পাবলিশার্স ও অ্যাপ ডেভেলপাররা ই-মেইল অ্যাড্রেস শুধু যোগাযোগের জন্যই নিচ্ছে না। এটি কোম্পানিগুলো একটি ডিজিটাল ব্রেডক্রাম্প হিসেবেও ব্যবহার করে। এর মাধ্যমে তারা ব্যবহারকারীর ব্রাউজিং সাইট ও অ্যাপের কার্যকলাপকে সমন্বয় করে প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখাতে পারে।