রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যে শুধু দুটো দেশের অর্থনীতিতে প্রভাব ফেলছে, তা নয়। এটি বিশ্ব অর্থনীতিতেও বিভিন্ন রকম প্রভাব ফেলছে। বাংলাদেশও এর বাইরে নয়। করোনা মহামারির কারণে ধাক্কা খেয়েছিল আমাদের শ্রমবাজার। তবে কভিড-১৯ পরবর্তী সময়ে আন্তর্জাতিক অভিবাসন প্রবাহ ধীরে ধীরে বাড়ছে। বিএমইটির তথ্য অনুযায়ী, ২০২১ সালে বাংলাদেশ থেকে মোট ৬,১৭,২০৯ জন বাংলাদেশি কর্মী কাজের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশে গেছেন। ২০২২ সালের নভেম্বর পর্যন্ত মোট ১০,২৯,০৫৪ জন বাংলাদেশি অভিবাসন করেন।
আগের ধারাবাহিকতায় ২০২২ সালেও সবচেয়ে বেশি সংখ্যক অভিবাসী গেছেন সৌদি আরবে। দেশটিকে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার হিসেবে ধরা হয়। ২০২২ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবে কাজে যোগদান করেন ৫,৭৫,৫০৭ জন, যা মোট অভিবাসনের ৫৬ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ অভিবাসন ঘটে ওমানে। উল্লেখযোগ্য গন্তব্য দেশগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর। পরবর্তী দেশগুলো হলো যথাক্রমে মালয়েশিয়া ও কাতার। নারী অভিবাসনের ক্ষেত্রেও গন্তব্য দেশগুলোর মধ্যে গত বছর সৌদি আরবে নারী গেছেন সবচেয়ে বেশি।