‘কমিউনিস্ট পার্টি আর নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে না’

সমকাল প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩, ২০:৩৬

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, বাংলাদেশের কামিউনিস্ট পার্টি অতীতে অনেক ভুল করেছে। এ ভুলের খেসারত আজও দিতে হচ্ছে। আমরা আর ভুল করব না। কমিউনিস্ট পার্টি আর নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে না।


আজ শনিবার ফরিদপুরে এক সমাবেশে এসব কথা বলেন সিপিবির এই নেতা। মুজাহিদুল ইসলাম সেলিম বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভাইস প্রেসিডেন্ট (ভিপি)।


ছাত্র ইউনিয়নের সাত দশক (১৯৫২-২০২২) পূর্তি উপলক্ষে অভিভাবক সংবর্ধনা, স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করে ‘বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সংগ্রামের সাত দশক উদযাপন পরিষদ’। শনিবার দুপুরে ফরিদপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয় ‘এসো মিলি মুক্তির পতাকাতলে’ আহ্বানকে সামনে রেখে।


অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আমরা এখন থেকে যা করব স্বাধীনভাবে করব। নির্বাচন করব স্বাধীনভাবে। একবারে জিততে না পারি দুইবারে, দুইবারে জিততে না পারি তিনবারে, তবে বামপন্থীদের ক্ষমতায় আসতে হবে। দেশে শোষণহীন সমাজব্যবস্থা কায়েম করতে এর কোনো বিকল্প নেই। 


অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আমরা এখন থেকে যা করব স্বাধীনভাবে করব। নির্বাচন করব স্বাধীনভাবে। একবারে জিততে না পারি দুইবারে, দুইবারে জিততে না পারি তিনবারে, তবে বামপন্থীদের ক্ষমতায় আসতে হবে। দেশে শোষণহীন সমাজব্যবস্থা কায়েম করতে এর কোনো বিকল্প নেই। 


‘আমরা বীরের জাতি। কিন্তু দুঃখজনক হলেও এ কথা সত্য, আমরা আমাদের বীরত্বের ফল ধরে রাখতে পারি না’-মন্তব্য করে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম শত ফুল ফোটানোর জন্য। অন্যের কাছে হাত পাতার জন্য যুদ্ধ করিনি। সবাই চাকরি পাবে এবং মাস শেষে বেতন পাবে এমন একটি দেশের স্বপ্ন আমরা দেখেছিলাম। কিন্তু দেশ আজ লুটেরা শ্রেণির দখলে চলে গেছে। তারা টাকা লুট করে বিদেশে পাঠাচ্ছে। গত ১১ বছরে ১৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us