নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে আজ শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। উইলোমুর পার্কে যুক্তরাষ্ট্রের মেয়েদের হারিয়ে গ্রুপ পর্বের তিন ম্যাচেই জিতে পূর্ণ পয়েন্ট পেতে চায় তারা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইতিমধ্যে সুপার সিক্স নিশ্চিত করেছেন তাঁরা।
অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারানোর পর যুক্তরাষ্ট্রের বিপক্ষেও জয় ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ। কোচ দিপু রায় চৌধুরী বলেছেন, ‘অপরাজিত থাকাই আমাদের লক্ষ্য। সুপার সিক্স নিশ্চিত হয়ে গেছে। কিন্তু আমরা গ্রুপের সব ম্যাচেই জিততে চাই। মেয়েরাও আত্মবিশ্বাসী।’
নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সংস্করণের প্রথম ম্যাচেই শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে উড়িয়ে দেয় বাংলাদেশের মেয়েরা। পরের ম্যাচে শ্রীলঙ্কাকে ১০ রানে হারান তাঁরা। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ।