ক্রিকেট অস্ট্রেলিয়ার ১৫১ কোটি ডলারের সম্প্রচার চুক্তি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৩, ১৪:৪২

ক্রিকেট অস্ট্রেলিয়ার চলতি টিভি সম্প্রচার চুক্তির এক বছরের বেশি বাকি আছে এখনও। এর মধ্যেই তারা চূড়ান্ত করে ফেলেছে পরবর্তী সাত বছরের চুক্তি। চোখধাঁধানো অঙ্কে আবারও অস্ট্রেলিয়ার সম্প্রচার সত্ত্ব পেয়েছে ফক্সটেল গ্রুপ ও সেভেন ওয়েস্ট মিডিয়া।


২০১৮ থেকে শুরু হওয়া বর্তমান চুক্তি শেষ হবে আগামী বছর। সেখান থেকেই ২০৩১ পর্যন্ত সাত বছরের নতুন চুক্তিতে ১৫১ কোটি ২০ লাখ অস্ট্রেলিয়ান ডলার পাবে ক্রিকেট অস্ট্রেলিয়া।


চুক্তি অনুযায়ী, এখনকার মতোই অস্ট্রেলিয়ার ছেলেদের সব টেস্ট ম্যাচ ও মেয়েদের সব আন্তর্জাতিক ম্যাচ দেখাবে ফক্সটেল ও চ্যানেল সেভেন। এছাড়াও ফক্সটেলের স্ট্রিমিং সহযোগী কায়ো স্পোর্টস ও সেভেনের স্ট্রিমিং প্ল্যাটফর্ম সেভেনপ্লাসেও দেখা যাবে ম্যাচগুলি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us