আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য ও ডলারের মূল্যবৃদ্ধি অর্থনীতিতে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এমন বৈশ্বিক প্রভাবে ব্যাংকের তারল্য ব্যবস্থাপনা অসামঞ্জস্য হয়ে পড়বে। কারণ, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বাড়লে ব্যাংকের ঋণ ওই খাতে বেড়ে যায়। আবার ডলারের দাম বাড়লেও ঋণের চাহিদা বাড়ে। এর ফলে বেসরকারি খাতের পাশাপাশি সরকারি খাতের ঋণ প্রাপ্তি কমে যেতে পারে।
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ মো. হাবিবুর রহমানের নেতৃত্বে একটি দলের গবেষণা প্রতিবেদনে এমন মতামত তুলে ধরা হয়েছে। তবে এই মতামত কেন্দ্রীয় ব্যাংকের নয়, গবেষকদের ব্যক্তিগত মতামত। তাই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ডলারের সরবরাহ বাড়ানোর পাশাপাশি ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়ার সুপারিশ করা হয়েছে গবেষণায়।
কারণ, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় কোনো নীতি সহায়তা নেই। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের পক্ষ থেকে করা এ গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক সেলিম আল মামুন ও উপপরিচালক নাসরিন আক্তার। গবেষণার বিষয় ছিল বেসরকারি খাতের ঋণে মুদ্রা বিনিময় হার ও বৈশ্বিক ভোগ্যপণ্যের দামের মূল্যস্ফীতি।