১৯৮৬ সালের পর প্রথমবার শিরোপা জিতল আর্জেন্টিনা। অবসান ঘটল ৩৬ বছরের দীর্ঘ অপেক্ষার।
দুর্দান্ত একটা বিশ্বকাপ সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচটা যেন রেখে দিয়েছিল ফাইনালের জন্য! লিওনেল মেসি ও আনহেল দি মারিয়ার গোলে লম্বা একটা সময় ২-০ গোলে এগিয়ে থাকল আর্জেন্টিনা।
দুই মিনিটের মধ্যে দুই গোলে সমতা ফেরালেন কিলিয়ান এমবাপে। নাটকীয়তার তখনও অনেক বাকি।
অতিরিক্ত সময়ে আবার দলকে এগিয়ে নিলেন মেসি। আরেকটি পেনাল্টি পেয়ে সুযোগ কাজে লাগালেন এমবাপে। শেষ মুহূর্তে এমিলিয়ানোর দুর্দান্ত সেভে ম্যাচ গড়াল টাইব্রেকারে।
সেখানে একটি শট ফেরালেন মার্তিনেস। ফ্রান্সের একটি শট বেরিয়ে গেল পোস্ট ঘেঁষে। বিপরীতে আর্জেন্টিনার হয়ে একে একে জাল খুঁজে নিলেন মেসি-দিবালা-পারেদেস-মনতিয়েল।