আন্দোলন করে আওয়ামী লীগ সরকারকে ‘উৎখাত’ করা এত সোজা নয় বলে মন্তব্য করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজয় দিবস উপলক্ষে রোববার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনিস্টিটিউটে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, “বিএনপি কেন বিজয়ের মাসে বিজয়ের অনুষ্ঠান করবে? সেদিন তারা আসলো আন্দোলন করে সরকার উৎখাত করবে। এতই সোজা?”
দেশে বিভিন্ন সরকার উৎখাতে আওয়ামী লীগের ‘অবদানের’ কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আইয়ুব খানকে আমরা উৎখাত করেছি, ইয়াহিয়া খানকে যুদ্ধে পরাজিত করে উৎখাত করেছি, জিয়াকে পাই নাই হাতে, কিন্তু জিয়া যখনই যেখানে গেছে, আন্দোলন তো তার বিরুদ্ধে হয়েছে।
“এরশাদকে উৎখাত করেছি, খালেদা জিয়া (১৯৯৬ সাল) ১৫ ফেব্রুয়ারি ভোট চুরি, তাকে উৎখাত করা হয়েছে। আবার ২০০৬ এ ভোট চুরি করেছিল, ১ কোটি ২৩ লক্ষ ভুয়া ভোটার দিকে ভোট করতে চেয়েছিল, সেটাও বাতিল হয়েছে।”