পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে আলোচনায় বসার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শেহবাজ বলেছেন, 'আত্মকেন্দ্রিক, মিথ্যাবাদী, প্রতারক, বিরোধী-হিতৈষী এবং সেনাবাহিনী বিরোধী' কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা শুরু করা যায় না।
ডন নিউজ জানিয়েছে, পিটিআই আগাম নির্বাচনের যে দাবি জানাচ্ছে তা প্রত্যাখ্যান করে শেহবাজ শরিফ বলেছেন, সামনের বছর অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে জনগণকে সিদ্ধান্ত নিতে দিন- কে সঠিক এবং কে ভুল।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ইমরান খান পাঞ্জাব এবং খাইবার-পাখতুনখোয়া প্রদেশের বিধানসভা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন।