সিডনিতে আইয়ুব বাচ্চুর স্মরণে কনসার্ট ‘জন্মহীন নক্ষত্র’

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২২, ০৯:১৯

আইয়ুব বাচ্চু বাংলাদেশের সঙ্গীত জগতের এক কিংবদন্তির নাম। তার গান সময়ের সীমাকে অতিক্রম করে প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে। তার অকাল মৃত্যুর পরও সেই ধারা অব্যাহত। তারই ধারাবাহিকতায় সিডনির সুপরিচিত ব্যান্ড ‘ট্রায়ো’ আয়োজন করেছিল ‘জন্মহীন নক্ষত্র’ শিরোনামের এক কনসার্ট।


শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে দর্শকেরা ভিড় করতে থাকেন ক্যাম্বেলটাউন আর্টস সেন্টারে। সেখানেই সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে এই আয়োজন। এই আয়োজনকে নিখুঁত করতে ‘ট্রায়ো’ দীর্ঘদিন ধরে নিজেদের তৈরি করছিল। তাদের ব্যান্ডের প্রত্যেকটা সদস্য নিজেদের সবটুকু তাদের ‘মিউজিক্যাল গুরু’র জন্য নিজেদের তৈরি করে। ভোকাল মারুফ হোসেন থেকে শুরু করে ড্রামার আহসানুর রহমান, গিটারিস্ট ইফতেখার আলম, লিড গিটারিস্ট তপন ডি'কস্টা, বেজ গিটারিস্ট আহসানুল হাদি এবং কিবোর্ডে এহসান বাশার শানিয়ে নেন নিজেদের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us