টেক জায়ান্ট গুগলের মালিকানাধীন ইউটিউব ভারত থেকে ১.৭ মিলিয়ন বা ১৭ লাখ ভিডিও সরালো। প্রতিষ্ঠানটি ত্রৈমাসিক এক প্রতিবেদনে জানিয়েছে, কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের দায়ে সম্প্রতি ১৭ লাখ ভিডিও ডিলিট করা হয়েছে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, একই সময় এই স্ট্রিমিং প্ল্যাটফর্মট থেকে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের দায়ে বিশ্বব্যাপী ৫.৬ মিলিয়ন ভিডিও সরানো হয়েছে।
এদিকে কমিউনিটি গাইডলাইন এনফোর্সমেন্ট রিপোর্ট অনুসারে, এসব ভিডিওর মধ্যে ৯৪ শতাংশেরও বেশি মানুষের পরিবর্তে এআই প্রযুক্তি দিয়ে শনাক্ত করা হয়েছে।
এতে আরও বলা হয়, সরিয়ে ফেলা ভিডিওয়ের মধ্যে ৩৬ শতাংশ ভিডিও কেউ দেখার আগেই সরানো হয়েছে। ৩১ শতাংশ ভিডিও সরিয়ে নেওয়ার আগে ১ থেকে ১০ বার দেখা হয়েছিল। ইউটিউবের ৬৭ শতাংশেরও বেশি লঙ্ঘনমূলক ভিডিও ১০ টিরও বেশি ভিউ পাওয়ার আগে সরিয়ে দেওয়া হয়েছে।