অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোল করে ফ্রান্সকে সবার আগে বিশ্বকাপের নকআউট পর্বে তোলার নায়ক কাইলিয়ান এমবাপে। দলকে জিতিয়েই ক্ষান্ত হননি, গড়েছেন রেকর্ড। তারকা থেকে মহাতারকা হওয়ার পথে তিনি যেন দুরন্ত গতিতে ছুটছেন।
অনূর্ধ্ব–১৯ দলের হয়ে খেলার সময় ১১ ম্যাচেই করেছিলেন ৭ গোল। দিদিয়ের দেশম দ্রুতই তার পারফরম্যান্স দেখে ২০১৭ সালে জাতীয় দলে ডেকে নেন। পরের বছর রাশিয়া বিশ্বকাপে সবাই দেখে ১৯ বর্ষী ফুটবলারের ঝলক। ওই আসরে করেছিলেন ৪ গোল।
ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ খেলতে আসা ২৩ বর্ষী স্ট্রাইকার এবারের আসরে করেছেন ৩ গোল। ইকুয়েডরের এনার ভ্যালেন্সিয়ার সঙ্গে এবারের টুর্নামেন্টে এখন অব্দি তিনি সর্বাধিক গোলদাতা।
সব মিলিয়ে বিশ্বমঞ্চে তার গোল সংখ্যা ৭। ছুঁয়েছেন কিংবদন্তি পেলের রেকর্ড। ২৪ বছরের কম বয়সে কিংবদন্তি পেলের পর বিশ্বকাপে এই ফ্রেঞ্চম্যানই সাতবার লক্ষ্যভেদ করেছেন। থিয়েরি অঁরির করা ৬ গোলকে ছাড়িয়ে তিনি এখন ফ্রান্সের হয়ে বিশ্ব আসরে সর্বাধিক গোলদাতা।