এখন পার্কে পার্কে রাস্তায় রাস্তায় আকাশমণি ফুল ফুটছে। আকাশমণি বছরে দুবার পুষ্পিত হয়। বর্ষার আগে আর বর্ষার পরে। শ্বাসকষ্টের রোগীদের জন্য বছরের এই দুই সময় বড় সংকটের সময়। বাতাসে ধুলাবালু থাকে অপেক্ষাকৃত বেশি, সেটা তাদের কষ্টের একটা কারণ। গোদের ওপর বিষফোড়ার মতো এ সময় আকাশমণির ফুলের রেণু কষ্টটা আরও বাড়িয়ে দেয়।
অনেকেরই ধুলাবালুর সঙ্গে সঙ্গে ফুলের রেণুতেও অ্যালার্জি আছে। তাই সব ভেবেচিন্তে ফেসবুকে একটা পুষ্পিত একাশিয়ার ছবি দিয়ে লিখেছিলাম, ‘যাঁরা মাস্ক পরা ছেড়ে দিয়েছেন, তাঁরা অন্তত একাশিয়ার (বাংলায় আদর করে যাকে আমরা ‘আকাশমণি’ বলি) ফুল যত দিন থাকে, তত দিন মাস্ক পরুন।
বিশেষ করে যেসব পার্কে একাশিয়াগাছ আছে, সেখানে শিশু–প্রবীণনির্বিশেষে ‘মাস্ক ইজ মাস্ট’। শ্বাসকষ্ট আর হাঁপানিবর্ধক এই ফুলের রেণু থেকে দূরে থাকুন।’