প্রধানমন্ত্রীকে ‘কটূক্তির’ মামলায় মহিলা দলের নেত্রী সুলতানা রিমান্ডে

প্রথম আলো প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২২, ২০:৩৪

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’ করার অভিযোগে করা মামলায় বিএনপির সহযোগী সংগঠন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম আজ রোববার এই আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহ আলম।


গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল হামিদ আজ সুলতানা আহমেদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা করেন। আজ বরিশালে বিএনপির সমাবেশ থেকে ঢাকায় ফেরার পর গুলশানে যাচ্ছিলেন সুলতানা আহমেদ। পথে র‍্যাব-৩–এর একটি দল তাঁকে আটক করে।


পরে পল্টন থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে সুলতানা আহমেদের সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পল্টন থানা–পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সুলতানা আহমেদের দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us