আফিফের দিকে তাকিয়ে তামিম

কালের কণ্ঠ প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২, ০৮:৫৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে একবারই নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ দল। ভারতের ধর্মশালায় জেতা সেই ম্যাচের সেরা খেলোয়াড় তামিম ইকবাল মনে করছেন, আজ হোবার্টেও ডাচদের হারাবে বাংলাদেশ। এই জয় টুর্নামেন্টের বাকি অংশে সাহসও জোগাবে দলকে।ধর্মশালায় ৫৮ বলে ৮৩ রান করে অপরাজিত ছিলেন তামিম।


তবু ৭ উইকেটে ১৫৩ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। তাই ৮ রানে ম্যাচ জয়ের পথে যথেষ্ট স্নায়ুক্ষয় হয়েছিল মাশরাফি বিন মর্তুজাদের। তবে হোবার্টে আরো ভালো কিছু আশা করছেন তামিম, বাজি ধরেছেন আফিফ হোসেনের ওপর, ‘আমি আগ্রহী আফিফ হোসেনের ব্যাপারে। সম্প্রতি ও ভালো খেলছে। শেষ কয়েকটি ম্যাচে হয়তো রান করেনি। বিশেষ করে (নিউজিল্যান্ডে অনুষ্ঠিত) ত্রিদেশীয় সিরিজে। তবে আমি মনে করি আফিফ দারুণ প্রতিভাবান একজন ক্রিকেটার। ওর ব্যাটিং পজিশনটাও খুব গুরুত্বপূর্ণ। আমাদের দলের ব্যাটিং অর্ডারে আফিফের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকার যেমন ডেভিড মিলার যখন ছন্দে থাকে, তখন সম্ভাব্য স্কোর ১৫০ রান হলে ও ১৬০ বানিয়ে দেবে। বাংলাদেশ দলের জন্য সেটা করার সামর্থ্য আছে আফিফের। ওর মধ্যে একটা স্পেশাল ব্যাপার আছে। ব্যাটাররা সাধারণত দুই ধরনের হয়—কেউ পরিস্থিতি বুঝে খেলে, কেউ নিজের খেলাটা খেলে। যেমন ধরুন, দলের স্কোর যখন ২৩ রানে ৩ উইকেট তখন অনেক ব্যাটার ক্রিজে এসে একটু সতর্ক হয়ে খেলবে। এরপর বড় শটে যাবে। কিন্তু আফিফ হলো সেই ক্রিকেটার, যে কিনা যেকোনো পরিস্থিতিতে নিজের ব্যাটিংটাই করবে। ঠিক এ কাজটাই করে ভারতের সূর্যকুমার যাদব। আমি আফিফকে ওর সঙ্গে তুলনা করছি না। তবে মানসিকতা, খেলার ধরনে দুজনের মিল আছে। এতে ঝুঁকি আছে। আফিফ সব সময় সফল হবে না। এটা নিয়ে মানুষ কথাবার্তা বলবে। হয়তো বলবে, দলের এই অবস্থায় মারতে গিয়ে কেন আউট হলো! কিন্তু ওর এই মানসিকতাই আমার খুব পছন্দ। ’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us