হংকং সুপার সিক্সেস টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনালে মোহাম্মদ সাইফুদ্দিনের অলরাউন্ড নৈপুণ্যে বৃষ্টি আইনে ১৮ জিতেছে বাংলাদেশ।
আরব আমিরাতের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে বাংলাদেশকে ৫৯ রান এনে দেন দুই জিশান আলম ও আব্দুল্লাহ আল মামুন। ১১ বলে ৩১ রান করেন আব্দুল্লাহ।
তিনে ব্যাট করতে নেমে ১টি চার ও ৫টি ছক্কায় মাত্র ৯ বলে অপরাজিত ৩৬ রান করেন সাইফুদ্দিন। ১৭ বলে অপরাজিত ৩৪ রান করেন জিশান। শেষ পর্যন্ত উইকেটে ১১১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
১১২ রানের টার্গেটে খেলতে নেমে সাইফুদ্দিনের প্রথম ওভারেই ২ উইকেট হারায় আরব আমিরাত।