চীনের ইয়াংটজি মেমোরি টেকনোলজিস কোম্পানির (ওয়াইএমটিসি) চিপ ব্যবহারের পরিকল্পনা বাতিল করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। নিক্কেই প্রকাশিত প্রতিবেদনের বরাতে রয়টার্সের খবরে বলা হয়, চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর কাছে প্রযুক্তি ও চিপ সরবরাহ বন্ধে যুক্তরাষ্ট্র সরকার যে বিধিনিষেধ আরোপ করেছে তার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরুতে চীনের রাষ্ট্র মালিকানাধীন ওয়াইএমটিসির ন্যান্ড ফ্ল্যাশ মেমোরি চিপ ব্যবহারের পরিকল্পনা করে অ্যাপল। সে সময়ে জনসাধারণ এ বিষয়ে অবগতও হয়েছিল। আইফোনে এ চিপ ব্যবহারের পাশাপাশি চীনের বাজারে বিক্রিরও পরিকল্পনা ছিল।
অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুসারে, আইফোন তৈরিতে ওয়াইএমটিসি থেকে প্রয়োজনীয় ৪০ শতাংশ পর্যন্ত চিপ কেনার কথা বিবেচনা করছে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। তবে এ বিষয়ে কোনো প্রতিষ্ঠানই মন্তব্য করতে রাজি হয়নি।