দাড়ি হোক সুন্দর

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০২ অক্টোবর ২০২২, ২০:৩৮

ফ্যাশনের অংশ হিসেবে দাড়ি রাখলেই হয় না, সঠিক যত্নেরও প্রয়োজন।


চাপ দাড়ি, লম্বা দাড়ি কিংবা কাট-ছাঁট করে চিবুক জুড়ে মেলানো দাড়ি- এরকম কত স্টাইলেই দাড়ি রাখছেন অনেকে।   


তবে দাড়ি যদি দেখতে সুন্দর না হয় আর এর আকার যদি মুখের সঙ্গে মানানসই না হয় তাহলে দেখতে ভালো লাগে না।


টাইমসঅবইন্ডিয়া ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে ভারতের প্রসাধনী তৈরি প্রতিষ্ঠান ‘ফাই’য়ের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা রচিত মেহরার দেওয়া দাড়ি সুন্দর ও সুস্থ রাখার পন্থা অবলম্বনে জানানো হল বিস্তারিত।  

উন্নতমানের দাড়ির তেল ব্যবহার


দাড়ি কোমল, আর্দ্র ও বৃদ্ধি ঠিক রাখতে উন্নত মানের দাড়ির তেল ব্যবহার করা উপকারী। দাড়ি ছোট বা বড় যেমনই হোক না কেনো এর স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত তেল ব্যবহার করা হবে সঠিক সিদ্ধান্ত।


‘বিয়ার্ড ওয়াশ’ ব্যবহার


বর্তমান প্রজন্মের ছেলেদের মাঝে দাড়ি রাখার প্রবণতা বেড়েছে। প্রতিদিন বাইরের ধুলাবালি ও ঘামের ভিজে দাড়ি। তাই সুস্থ রাখতে তা নিয়মিত পরিষ্কার রাখতে হবে। এক্ষেত্রে দাড়ি পরিষ্কার করার জন্য তৈরি আলাদা পরিষ্কারক ব্যবহার দ্রুত সতেজভাব আনবে ও সুরক্ষিত রাখবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us