রাশিয়া অধিকৃত দোনেৎস্কের গুরুত্বপূর্ণ লাইমান শহর থেকে পিছু হটেছে রুশ সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, লাইমান শহর থেকে সেনাদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে তারা।
এরপরই ইউক্রেনের সেনাদের লাইমান শহরে পতাকা ওড়াতে দেখা যায়। একটি ভিডিওতে দেখা যায়, শহরের প্রবেশ পথে ইউক্রেনের সৈন্যরা দেশটির নীল-হলুদ রাষ্ট্রীয় পতাকা উত্তোলন করছে।
কেন লাইমান শহর থেকে রুশ সেনাদের সরানোর সিদ্ধান্ত নিল রাশিয়া?
এ বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, লাইমানে অবস্থিত রুশ সেনাদের যেন ইউক্রেনের সেনারা 'ঘিরে ফেলতে না' পারে সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, অবরুদ্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থেকে মিত্র সেনাদের ক্রাসনি লাইমান থেকে সরিয়ে আরও ভালো অবস্থানের দিকে নিয়ে যাওয়া হয়েছে।