পদত্যাগ করে রাজপথে নেমে পরীক্ষা দিতে ক্ষমতাসীন আওয়ামী লীগকে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘আমাদের একটাই দাবি অবিলম্বে পদত্যাগ করেন এবং সংসদ বাতিল করেন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক, লেভেল প্লেয়িং ফিল্ড হোক, আপনারা আসুন রাস্তায়। সেখানে আমাদের পরীক্ষা হবে।’
আজ রোববার বিকেলে রাজধানীর বাড্ডা হাইস্কুল মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি (বাড্ডা জোন) এই সভার আয়োজন করে।
বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় দাবি করে খন্দকার মোশাররফ বলেন, ‘আমাদের লক্ষ্য এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করা। শেখ হাসিনা বলেছেন যে, আগামী নির্বাচন নাকি সুষ্ঠু হবে। তার মানে আগের নির্বাচনগুলোতে ডাকাতি হয়েছে। দেশে সুষ্ঠু নির্বাচন হবে, এটা কেউ বিশ্বাস করে না, জনগণ বিশ্বাস করে না।’
খন্দকার মোশাররফ বলেন, ‘এই সরকারকে পদত্যাগ করে, সংসদ বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে লেভেল প্লেয়িং ফিল্ড দিয়ে এ দেশে নির্বাচন করতে হবে। এই দেশে কোনো ইভিএম মার্কা ডাকাতি চলবে না। জনগণ নিজের হাতে, নিজে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে, জনগণের সরকার এই দেশে প্রতিষ্ঠা করবে। সেই লক্ষ্যে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই।’