অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপের আগেই বিশ্বকাপজয়ী অজি অলরাউন্ডার টম মুডির সঙ্গে সম্পর্ক ছিন্ন করল শ্রীলংকান ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন শ্রীলংকান ক্রিকেটের ডাইরেক্টর অফ ক্রিকেট পদে ছিলেন টম মুডি। সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
শ্রীলংকান বোর্ড থেকে জানানো হয়েছে, দুই পক্ষের পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমঝোতার ভিত্তিতেই তিন বছরের চুক্তি শেষ হওয়ার আগেই তা ভঙ্গ করেছে দুই পক্ষ।
শ্রীলংকান ক্রিকেটের সেক্রেটারি মোহন ডি সিলভা সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, ৫৬ বছর বয়সী টম মুডির সঙ্গে বোর্ড আলোচনা করার পরে দুই পক্ষ রাজি হওয়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীলংকান ক্রিকেট বোর্ডের এক সিনিয়র কর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে টম মুডির প্রফেশনাল ফি দেওয়ার ক্ষমতা বোর্ডের ছিল না। ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ মুহূর্তে শ্রীলংকান ক্রিকেট বোর্ডের কোষাগারে রয়েছে ৪০ লাখ আমেরিকান ডলার। তারপরেও আর্থিক কারণে কি আদৌও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? সেটা নিয়েই উঠছে প্রশ্ন।