ভাঁজ করা যাবে ল্যাপটপের পর্দা

প্রথম আলো প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৪

ল্যাপটপটির শরীরজুড়েই বসানো হয়েছে ১৭.৩ ইঞ্চি ওএলইডি পর্দা। স্পর্শনির্ভর পর্দাটি চাইলে বইয়ের মতো ভাঁজও করা যাবে। ইন্টেলের ১২ প্রজন্মের কোর আই ৭ প্রসেসরে চলা ‘আসুস জেনবুক ১৭ ফোল্ড’ মডেলের ল্যাপটপটি তৈরি করেছে আসুস।


উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা ১৬ গিগাবাইট র‍্যাম সুবিধার ল্যাপটপটির ধারণক্ষমতা এক টেরাবাইট। এ ল্যাপটপে কোনো কি–বোর্ড নেই। ওপর নিচ পুরোটাই পর্দা। এ পর্দা আবার ভাঁজ করে ব্যবহার করা যায়। স্পর্শনির্ভর সুবিধা থাকায় সহজেই বিভিন্ন কাজ করা যাবে। কোনো কিছু লিখতে হলে ব্যবহার করতে হবে ভার্চ্যুয়াল কি–বোর্ড। তবে চাইলে ব্লুটুথপ্রযুক্তির কি–বোর্ডও ব্যবহার করা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us