চাঁদা আদায়ের লক্ষ্যে হলকক্ষে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন এবং গলায় ছুরি ঠেকিয়ে ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী সামসুল ইসলাম তার অভিযোগ তুলে নিয়েছেন।
বুধবার (২৩ আগস্ট) এই মর্মে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত আবেদন দিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের এই শিক্ষার্থী। লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, গত ১৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের ২৩২ নম্বর কক্ষে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভাস্কর সাহা আমাকে ডেকে নিয়ে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত আমাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেন, আনুমানিক ১৫ থেকে ২০ হাজার টাকা আমার মানিব্যাগ থেকে ছিনিয়ে নেন। পরবর্তীতে তিনি আমার কাছে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হন এবং ক্ষমা প্রার্থনা করেন।