মিয়ানমারের মংডুর দক্ষিণ বাহারছড়া গ্রামে থাকতেন মো. আমিন (৪৮)। মাদ্রাসায় পড়াশোনা করা আমিনকে একদিন বাড়ি থেকে তুলে নিয়ে যায় মিয়ানমারের নাসাকা বাহিনী। পুরো পরিবারে নেমে আসে নির্যাতন, মানবিক দুর্যোগ। ধীরে ধীরে পুরো জনপদ যেন নির্যাতনের এক কারাগারে পরিণত হয়। ভয়ে পরিবার নিয়ে নদীপথে বাংলাদেশে চলে আসেন। এরপর থেকে কুতুপালং ক্যাম্পে আশ্রয় হয়। সেখানে হেড মাঝির দায়িত্ব পালন করছেন তিনি।
আমিন বলেন, ছোট্ট ত্রিপলের ছাউনিতে কীভাবে যে পাঁচটা বছর কেটে গেল টেরই পাইনি। মংডুতে মন পড়ে আছে। অবশ্যই সেখানে ফিরতে চাই। কিন্তু স্বাধীন নাগরিকের সুবিধা কে নিশ্চিত করবে?
আমিনের মতো এমন প্রশ্ন এখন লাখো রোহিঙ্গা নাগরিকের। ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে সেনা অভিযান শুরুর পর কয়েক মাসের মধ্যে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেয়। আগে থেকে বাংলাদেশে ছিল আরও চার লাখ রোহিঙ্গা।