যুদ্ধ থামাতে এখন আর কূটনৈতিক আলোচনা সম্ভব নয়: রুশ কূটনীতিক

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২, ১৭:০৯

ইউক্রেন যুদ্ধের অবসানে আর কোনো কূটনৈতিক পথ খোলা নেই বলে মন্তব্য করেছেন জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি গেনাডি গ্যাতিলভ। ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানের ৬ মাস পর, চলতি সপ্তাহে রুশ কূটনীতিক সতর্ক করেছেন, সামনে এই সংঘাত আরও দীর্ঘ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ব্রিটিশ সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ খবর। 


গ্যাতিলভ ফিনান্সিয়াল টাইমসকে বলেন, চলমান এই সংঘাত থামাতে জাতিসংঘের আরও বড় ভূমিকা পালন করা উচিত। একইসঙ্গে ইউক্রেনকে আলোচনা থেকে সরে যেতে চাপ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য ন্যাটো দেশগুলোকে অভিযুক্ত করেন তিনি। 


গ্যাতিলভ জানান, এখন আর পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সরাসরি কোনো আলোচনা সম্ভব নয়। 



"এই মুহূর্তে আমি কূটনৈতিক যোগাযোগের কোনো সম্ভাবনা দেখছি না এবং সংঘাত যত বাড়বে, কূটনৈতিক সমাধান করা ততই কঠিন হয়ে উঠবে", যোগ করেন তিনি। 


ইউক্রেনের কৃষ্ণ সাগর বন্দরগুলো দিয়ে শস্য রপ্তানির সাম্প্রতিক চুক্তির পরিপ্রেক্ষিতে যারা আশা করেছিলেন সংঘাত থামাতে এখনও কূটনৈতিক সমাধান সম্ভব, গ্যাতিলভের মন্তব্যে অনেকটা ধাক্কা খেয়েছেন তারা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us