ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ না কমিয়ে সমৃদ্ধ করার দাবি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৬ আগস্ট ২০২২, ১৫:২৭

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ না কমিয়ে, এটাকে আরও সমৃদ্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। সংগঠনটির দাবি, ৪ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ কমিয়ে ৩ বছর করা হলে এ শিক্ষার প্রতি মেধাবী শিক্ষার্থী ও অভিভাবকরা আগ্রহ হারিয়ে ফেলবেন। কর্মক্ষেত্রে পদোন্নতি বাধাগ্রস্ত হবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যোগ্যতা নিয়ে কর্মক্ষেত্রে প্রশ্নের সম্মুখীন হতে হবে। সেই সঙ্গে উচ্চশিক্ষা বাধাগ্রস্ত হওয়াসহ বিভিন্ন সমস্যা দেখা দেবে।


‘৪ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ ৩ বছর করার চিন্তা করা হচ্ছে’ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৬ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলন করে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির সদস্যসচিব মির্জা এটিএম গোলাম মোস্তফা বলেন, শিক্ষামন্ত্রীর এ ধরনের বক্তব্য শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেনি। বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে চরমভাবে অপমান করা হয়েছে। তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক সংকট মোকাবিলায় যখন সরকার ব্যস্ত ঠিক সেই সময়ে মন্ত্রীর এ ধরনের বক্তব্য সরকারের জন্য শুভ বার্তা বয়ে আনবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us