পুরুষের ত্বকের যত্ন

আজকের পত্রিকা প্রকাশিত: ০৯ আগস্ট ২০২২, ১৬:০৪

অনেকের ধারণা, সৌন্দর্য সচেতনতা, ত্বকের যত্ন ইত্যাদি নেহাতই নারীদের বিষয়! কিন্তু তা ঠিক নয়। সৌন্দর্য বিষয়টি নারী-পুরুষনির্বিশেষে সবার। আর সৌন্দর্য সচেতনতা মানে ফরসা হওয়া বা দামি পোশাক পরা নয়; বরং ত্বক, চুলসহ শরীরের যত্ন নেওয়ার মাধ্যমে নিজেকে পরিপাটিভাবে উপস্থাপন করা। আপনার গায়ের রং বা শারীরিক উচ্চতা যা-ই হোক না কেন, সৌন্দর্য সচেতন হলেই আপনি সুন্দর। তাই পুরুষদেরও সৌন্দর্য সচেতন হওয়া প্রয়োজন।



ঋতু বুঝে পারফিউমের ব্যবহার
কাগজে-কলমে বাংলাদেশ ষড়্ঋতুর দেশ হলেও সময়ের ফেরে এখন সব মিলিয়ে মোট তিনটি ঋতুর দেখা মেলে। গ্রীষ্ম, বর্ষা ও শীত। অনেকেই জানেন না, শীতকালে আপনি যে পারফিউম ব্যবহার করেন তা গ্রীষ্মকালের আবহাওয়ার জন্য উপযুক্ত নয়। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে শীতকালের পারফিউম ব্যবহার করলে শরীরের ঘামে ও দুর্গন্ধে বিরূপ প্রতিক্রিয়া দেখা যেতে পারে। তাই পছন্দের পারফিউমটি কেনার আগে ভালো করে দেখে নিন তা গ্রীষ্মকালের জন্য উপযুক্ত কি না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us