বাংলাদেশের ছোড়া ৩০৪ রানের লক্ষ্যের দিকে হেসেখেলে ছুটে চলেছে জিম্বাবুয়ে।
শুরুতে ২ উইকেট হারিয়ে বিপদে পড়লেও তা বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন ২ টপঅর্ডার ইনোসেন্ট কাইয়া ও সিকান্দার রাজা।
এ দুই ব্যাটারের কাছে পাত্তাই পাচ্ছে না শরীফুল-তাসকিনরা। ইতোমধ্যে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন কাইয়া।
১১৫ বলে এক ছক্কা ও ১১ বাউন্ডারিতে তিন অংকের ম্যাজিক ফিগারে পৌঁছান তিনি। ক্যারিয়ারের ৫ম ম্যাচে এসেই সেঞ্চুরি পেলেন এ জিম্বাবুয়ান ব্যাটার।
অন্যপ্রান্তে দারুণ দাপুটে ইনিংস খেলে যাচ্ছেন অভিজ্ঞ সিকান্দার রাজা। তিনিও সেঞ্চুরির দেখা পেলেন। ১১৫তম ওডিআইয়ে ৪র্থ সেঞ্চুরির দেখা পেলেন রাজা। তার সেঞ্চুরি পূরণে লেগেছে ৮০টি বল। ৮টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকিয়ে তিন অংকের ঘরে পা রেখেছেন সিকান্দার রাজা।
এ দুই সেঞ্চুরিয়ানের সুবাদে জয়ের আশা বেঁচে আছে স্বাগতিকদের।
১৭৪ রানের জুটি গড়েছেন কাইয়া-রাজা ইতোমধ্যে।