কষ্টের ফল পাচ্ছেন আনুশকা কৌশিক

আজকের পত্রিকা প্রকাশিত: ০৫ আগস্ট ২০২২, ১৬:৫৮

ইউটিউবে ভারতীয় সিরিজের দর্শকদের অতিপরিচিত নাম টিভিএফ। তারা মূলত দৈনন্দিন জীবনের গল্প দিয়েই সিরিজ নির্মাণ করে, যা দর্শকের মনে লুকিয়ে থাকা যাতনাকে ছুঁয়ে যায়। এই টিভিএফের নিয়মিত মুখ আনুশকা কৌশিক। বলিউড সিনেমায় যেমন আনুশকা শর্মা, তেমনি সিরিজে আনুশকা কৌশিক। টিভিএফের ৫০টির বেশি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। ইউটিউবে প্রচার হওয়া সিরিজগুলোর সুবাদে বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছেন তিনি।


‘বয়েজ হোস্টেল’, ‘পেয়ার ভার্সেস দোস্তি’, ‘ওয়ান টিপ ওয়ান হ্যান্ড’, ‘নট ডেটিং’, ‘হুজ ইউর ড্যাডি’, ‘ইটস মাই প্লেজারস’সহ আনুশকা অভিনীত অনেক সিরিজ জনপ্রিয়তা পেয়েছে। সিরিজগুলোর নানা ক্লিপসও ভাইরাল হয়েছে। কেউ হয়তো তাঁকে জেনে, কেউ না জেনে শুধু ভালো লাগার খাতিরে শেয়ার করছেন আনুশকার ভিডিও। ইউটিউবে জনপ্রিয়তার সুবাদেই আনুশকার যাত্রা শুরু হয়েছে বলিউডে। প্রথম সিনেমা ‘এসপি চৌহান’। অভিনয় করেছেন জিমি শেরগিলের বিপরীতে।



২৩ বছর বয়সী আনুশকার জন্ম উত্তর প্রদেশে। শৈশব থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল। স্থানীয় থিয়েটারে অভিনয় করেছেন ছোটবেলা থেকেই। দিল্লিতে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থিয়েটারে মনোনিবেশ করেন। নাম লেখান টিভিএফের ওয়েব সিরিজে। শুধু টিভিএফ নয়, অভিনয় করেন ‘অলরাইট’, ‘হাসলে ইন্ডিয়া’, ‘ফিল্টারকপি’, ‘ওল্ড দিল্লি’সহ একাধিক ইউটিউব চ্যানেলে। আনুশকা বলেন, ‘২০১৮ সালে আমি কলেজজীবন শেষ করেছি। সবাই ভাবছিল কী করবে মেয়েটি! আমার লক্ষ্য ছিল একটাই, অভিনেত্রী হব। আমি সারা জীবন ওই গল্পগুলোই বলতে চাই, যেখানে মানুষ জীবনকে সহজভাবে দেখতে পারে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us