বাংলাদেশকে হারানোর আনন্দ শেষই হচ্ছে না জিম্বাবুয়ে দলে

আজকের পত্রিকা প্রকাশিত: ০৪ আগস্ট ২০২২, ১৬:৩০

বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতেছে জিম্বাবুয়ে। দুর্দান্ত এক সিরিজ জয়ের আনন্দটা এমনিতেই উৎসবে রূপ নিয়েছে। একই সঙ্গে আবার এই সিরিজে সিকান্দার রাজা ও ক্রিগ আরভিন ব্যক্তিগত একটি মাইলফলকও স্পর্শ করেছেন। এ যেন আনন্দ উৎসবে যোগ করেছে বাড়তি রং।



জিম্বাবুয়ে ক্রিকেট তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে। যেখানে দেখা যাচ্ছে রাজা ও আরভিন দুজন মিলে কেক কাটছেন। আর কেকের ওপর লেখা আছে ১০০০। সিরিজের শেষ ম্যাচে আরভিন আর দ্বিতীয়টিতে রাজা এই সংস্করণে ১০০০ রান স্পর্শ করেছেন।



পোস্ট করা ভিডিওতে দেখা যায়, এই দুজন একসঙ্গে ছুরি দিয়ে কেক কাটেন। এরপর শুরুতে রাজা কেক খাইয়ে দেন আরভিনকে। পরে আরভিন কেক হাতে নিয়ে রাজার মুখে খাইয়ে দেওয়ার মতো করে পুরো মুখে কেক মাখিয়ে দেন। রাজাও ছেড়ে দেওয়ার পাত্র নন। তার হাতেও তখন আরেকটি কেকের টুকরো ছিল। তিনি এবার আরভিনের সারা মুখে কেক মাখিয়ে দেন। পাশে থেকে সতীর্থদের কেউ কেউ তাদের এই কাণ্ড দেখছেন। কেউ আবার পেছনে দাঁড়িয়ে মনের আনন্দে বিয়ারে চুমুক দিচ্ছেন। সব মিলিয়ে জিম্বাবুয়ের ড্রেসিংরুম যেন এক সুখী পরিবারের বিজ্ঞাপন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us