টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব থেকে মূলপর্বে জায়গা করে নিয়ে বেশ খোশমেজাজে ছিল জিম্বাবুয়ে।
এর আগে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সমান তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছিল দলটি।
সিরিজ দুটি খেলতে বাংলাদেশ দলও এখন জিম্বাবুয়ের হারারেতে অবস্থান করছে।
এরই মধ্যে জোড়া দুঃসংবাদ ভেসে এলো জিম্বাবুয়ে শিবিরে। দলটির প্রধান দুই বোলিং অস্ত্র টেন্ডাই চাতারা আর ব্লেসিং মুজারাবানি চোটে আক্রান্ত।
বাংলাদেশের বিপক্ষে আসন্ন হোম সিরিজে তাদের ছাড়াই নামতে হচ্ছে দলটিকে। অথচ চাতারা ও মুজারাবানির বোলিংনৈপুণ্যেই বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ একটি টি-টোয়েন্টি জিতেছিল জিম্বাবুয়ে।