‘বিএফ’, ‘জিএফ’ আর ‘ক্রাশ’-এর দুনিয়ায় শিশুর কাছ থেকে মানবসম্পর্কের কোনো দিক ‘গোপন’ রাখার ভাবনাটাই এক ভীষণ ভুল। গোটা বিশ্বই তো আজ উন্মুক্ত। তাই নব্বইয়ের দশকে বেড়ে ওঠা সরল শিশুমনের সঙ্গে এ যুগের শিশুমনের পার্থক্য বিশাল। আপনার দিক থেকে ‘গোপন’ রাখা তথ্য নানান মাধ্যম থেকে ঠিকই কিন্তু জানতে পারে আজকের শিশু। আর ‘অজানা’কে অন্য কোনো জায়গা থেকে জানা শিশুর জন্য ভালো হবে নাকি মন্দ, তা কিন্তু শিশুর অভিভাবক নিজেও জানেন না। তাই আপনার বেড়ে ওঠার সময়টাতে আপনি কীভাবে কখন কতটা জেনেছিলেন, সেই হিসাব আজকের দিনে বাড়তে থাকা আপনার সন্তানের বেলায় খাটবে না। তা ছাড়া সঠিক জ্ঞানের অভাবে আপনার সন্তান অজান্তেই ভুল পথে পা বাড়াতে পারে, এ সত্যকেও অস্বীকার করার উপায় নেই।
প্রেম এবং নারী-পুরুষের অন্তরঙ্গ বিষয়ে পারিবারিক পরিমণ্ডলে আলাপ করতে সংকোচ বোধ করেন অনেকেই। কিন্তু এই সংকোচ ভাঙার সময় এসেছে। স্বাভাবিকভাবে সন্তানের সঙ্গে আলাপ করা হলে ওর মনোজগতে এটি একটি স্বাভাবিক বিষয় হিসেবেই স্থান পাবে। এ নিয়ে বাড়তি আগ্রহও কাজ করবে না, ‘উটকো’ প্রশ্নের বাণে শিশু কাউকে বিব্রতকর পরিস্থিতিতেও ফেলবে না। আর সবচেয়ে বড় বিষয় হলো নিজের ব্যক্তিগত জীবনে তার অনিরাপদ হয়ে পড়ার আশঙ্কাও কমে যাবে। তাই এমন বিষয় নিয়ে শিশুর সঙ্গে আলাপ করুন। আর এ নিয়ে আপনার নিজের ধারণাও হোক স্বচ্ছ।