লোডশেডিং বাড়তে পারে উত্তরাঞ্চলে

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২০ জুলাই ২০২২, ১৮:০১

বিদ্যুৎ উৎপাদনে যে পরিমাণ কয়লা মজুত থাকার কথা তার চেয়ে কম মজুত থাকায় আগামী মাসের শুরুতেই দেশের উত্তরাঞ্চলের আট জেলায় লোডশেডিং বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। খনি কর্তৃপক্ষ বলছে, আগস্টের মাঝামাঝির আগে নতুন কয়লা তোলা যাবে না। অন্যদিকে বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র জানায়, যে পরিমাণ কয়লা মজুত আছে তাতে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। ফলে কম কয়লায় কেন্দ্র চালিয়ে কম বিদ্যুৎ উৎপাদন করা হলে উত্তরাঞ্চলের লোডশেডিং আরও বাড়ার শঙ্কা রয়েছে।


উত্তরবঙ্গের দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও পঞ্চগড়—এই আট জেলার জন্য বিদ্যুৎকেন্দ্র আছে একটিই। সেটি দিনাজপুরের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র। এই কেন্দ্রের  ১২৫ মেগাওয়াট করে ২৫০ মেগাওয়াট ক্ষমতার দুই ইউনিট এখন বন্ধ। আরেকটি ২৭৫ মেগাওয়াট ক্ষমতার ইউনিট থেকে এখন গড়ে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এই ইউনিটটিতে কয়লার অভাবে বিদ্যুৎ উৎপাদন আরও কমে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us