নোয়াখালীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

ঢাকা টাইমস প্রকাশিত: ১৪ জুলাই ২০২২, ১৫:৩৪

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজার থেকে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং এর ছিনতাইকৃত ১৯ লাখ টাকার মধ্যে চার লাখ ৫৪ হাজার ৫০০ টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের ব্যবহৃত তিনটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।


এ ঘটনায় ছিনতাইকারী দলের সদস্য যুবলীগ নেতা আমিরুল ইসলাম সুজনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।


বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তথ্যগুলো নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।


গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- বেগমগঞ্জের দূর্গাপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ওই এলাকার আমিরুল ইসলাম সুজন (২৮), চৌমুহনীর করিমপুর এলাকার জুবায়েদ হোসেন বিপ্লব (২৮), হাজীপুর এলাকার পারভেজ (৩০) এবং গণিপুর এলাকার সাহাবুদ্দিন (৩৭)।


পুলিশ জানায়, গত ২০ জুন চৌমুহনী আটিয়া বাড়ি ব্রিজ এলাকা থেকে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের মাস্টার এজেন্ট ‘এসবি টেলিকম’ এর ব্যাংক থেকে উত্তোলনকৃত ১৯ লাখ টাকা বিভিন্ন শাখাগুলোতে নেওয়ার উদ্দেশ্যে বের হন মোজাম্মেল হোসেন জামশেদ। ব্যাংক থেকে টাকা নিয়ে সড়কের দিকে আসার সময় জামশেদের গতিরোধ করে তাদের কাছ থেকে টাকাগুলো ছিনতাই করে নিয়ে যায় গ্রেপ্তারকৃতরাসহ ছিনতাইকারী দলের অন্য সদস্যরা। পরে এ ঘটনায় গত ২১ জুন এজেন্টের পরিচালক সাইফুল বাশার বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us