বার্ষিক সারাই/ মেরামত কাজের জন্য ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গ্যাস সরবরাহের বৃহত্তম অবকাঠামো নর্ড স্ট্রিম- ১ পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করছে মস্কো। রাশিয়া থেকে বাল্টিক সাগরের নিচ দিয়ে জার্মানি যাওয়া পাইপলাইনটি আগামী ১১ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।
ইউরোপ যখন শীতের জন্য গ্যাস মজুদ করতে তৈরি; তখন পাইপলাইনের মেরামত গ্যাস সরবরাহ আরও ব্যাহত করবে বলে ধারণা করা হচ্ছে। এমনকি এই সারাইকালে ক্রেমলিন গ্যাস সরবরাহের পথ পুরোপুরি বন্ধ করে দিতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে।
শীতে ঘর গরম রাখার পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনে ইউরোপীয় দেশগুলো যখন জ্বালানি মজুদ করছে তখনই রাশিয়া এই মেরামত উদ্যোগ হাতে নিয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের জ্বালানির ৪০ শতাংশ রাশিয়ার পাইপলাইনের মাধ্যমে এসে থাকে। ভ্লাদিমির পুতিনের ইউক্রেন আক্রমণের পর ইইউ যত দ্রুত সম্ভব রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে।