সুইডেন, ফিনল্যান্ড থেকে ৩৩ 'জঙ্গি'কে চায় তুরস্ক

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ৩০ জুন ২০২২, ১২:০৬

একদিন আগেই ন্যাটোয় সুইডেন ও ফিনল্যান্ডকে মেনে নিয়েছে তুরস্ক। এর্দোয়ান জানিয়েছিলেন, তুরস্কের দাবি মেনে নেয়ায় সুইডেন ও ফিনল্যান্ডকে ন্যাটোর সদস্য করার ব্যাপারে তাদের আর কোনো আপত্তি নেই। এনিয়ে তিন দেশের রীতিমতো চুক্তি হয়েছে।


সেই চুক্তিতে ফিনল্যান্ড ও সুইডেন বলেছে, কুর্দিশ ওয়ার্কার্স পার্টি বা পিকেকে, তাদের সিরীয় শাখা ওয়াইপিজি বা অ্যামেরিকা ভিত্তিক ফতেউল্লাহ গুলেনের সংগঠনকে সমর্থন করা হবে না। এরপরই তুরস্ক বুধবার জানায়, তারা চায় ৩৩ জন 'জঙ্গি'কে তাদের হাতে তুলে দিক সুইডেন ও ফিনল্যান্ড।


সুইডেন এবং ফিনল্যান্ড জানিয়েছে, তারা তুরস্কের অনুরোধ মেনে অভিযুক্তদের তাদের হাতে তুলে দেবে। তুরস্কের বিচারমন্ত্রী এনটিভি চ্যানেলকে জানিয়েছেন, ''নতুন চুক্তি অনুযায়ী, আমরা জঙ্গিদের আমাদের হাতে তুলে দেয়ার কথা বলেছি।''

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us